loader image

মানুষকে প্রকৃতির সাথে সংযুক্ত করা

প্রযুক্তির প্রবর্তনের পর থেকে মানুষ এবং পরিবেশের মাঝের সমন্বয়পূর্ণ সম্পর্কে ব্যাহত ঘটেছে। গবেষণায় দেখা গিয়েছে যে, শতকরা ৯৩ ভাগ কিশোর এবং শতকরা ৭৭ ভাগ প্রাপ্তবয়স্ক ব্যক্তিবর্গ সারাদিন ধরে প্রযুক্তির সান্নিধ্যে থাকে। এই পরিসংখ্যান বিশ্বব্যাপী মহামারীর কারণে ঊর্ধ্বমাত্রায় বৃদ্ধির ফলে অসংখ্য মানুষ “নেচার-ডেফিসিট ডিসঅর্ডার” এর শিকার হয়েছে। গবেষণায় দেখা গিয়েছে যে পরিবেশের সাথে গভীর বন্ধন একজন ব্যক্তির স্বাস্থ্য, মেজাজ, জ্ঞানীয় এবং সৃজনশীল দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে এবং পাশাপাশি মানব সমাজে শান্তি, সঙ্গতি এবং সুষম বজায় রাখে।প্রকৃতির সাথে গভীর সম্পর্ক বজায় রাখার লক্ষ্যে, বসনিয়া-হার্জেগোভিনা তাদের সকল পার্ক জনসাধারণের জন্য বিনা মূল্যে উন্মুক্ত করে দিয়েছে, গ্রেনাডা তাদের জাতীয় খাঁতে, পর্যটন শিল্পের সাথের প্রকৃতির কাছাকাছি থাকার সুবিধা অন্তর্ভুক্ত করেছে। তাছাড়াও, ২০১৭ সালের ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে এর প্রতিপাদ্য ছিল ‘মানুষকে প্রকৃতির সাথে সংযুক্ত করা’ যার সূত্রধরে কানাডা ২০১৭ সালে তাদের সকল জাতীয় পার্ক জনসাধারণের জন্য বিনা মূল্যে উন্মুক্ত করে দেয় এবং ফিনল্যান্ড তাদের ৪০তম জাতীয় পার্ক প্রতিষ্ঠা করার অঙ্গীকার গ্রহণ করে। সুতরাং, আমাদের সকলের উচিত প্রকৃতির সান্নিধ্যে অধিকতর সময় কাটানো, সাঁতার, হাইকিং অথবা সাইক্লিং এ যাওয়া এবং মানুষের সাথে প্রকৃতির সম্পর্ক বিকাশের জন্য নানাবিধ কার্যক্রম আয়োজন করা। শুধুমাত্র তখনই আমরা আমাদের প্রকৃতি ও মানব সমাজকে অবক্ষয়ের হাত থেকে বাঁচাতে সক্ষম হব।

Connecting People with NatureEver since the introduction of technology, the harmonious relationship between humankind and nature has been intruded on. A study from the past decade has shown that 93% of teens and 77% of adults are prone to stay online throughout the day. These figures have gone uptrend due to the global pandemic and people are suffering from “Nature-deficit disorder”. But research shows that connection with nature enhances a person’s health, mood, cognitive and creative skills and it plays a direct role in maintaining peace, harmony, and balance in the human world.As a way to encourage people to stay connected with nature, Bosnia and Herzegovina opened their parks for free, Grenada had integrated tourism with a close connection to nature in the national policy. Moreover, in 2017 the theme of World Environment Day was ‘Connecting People with Nature’ during which Canada opened its national parks for free and Finland designated its 40th national park.Thus, to close this ever-growing chasm we should spend more time in nature, go swimming or tracking or bicycling, and also introduce more engagement programs for people to stay connected with nature. Only then will we be able to save humankind and our nature from mutual destruction.

Content: Lamia Tasneem

Graphics: Debojoti Ghosh Chowdhury

#InternationalDayofYoga#InternationalDayofYoga2021#YogaPractice#ConnectingPeopleWithNature#nature#naturedeficitdisorder#technology#globalpandemic#PeaceHarmony#wellness#nationalpark#swimming#bicycling#hiking#tracking#spendingtimeinNature#CareToCleanTreasureTheGreen#Aritrika

Share Now

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on reddit
Share on email
Share on whatsapp
Share on telegram
Share on print

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *